রাসুলুল্লাহ(সঃ) চামড়ার তৈরি মোজা ব্যাবহার করতেন । পশুর চামড়ায় তৈরি জুতা বা মোজায় সঠিক বায়ু প্রবাহ থাকায় পায়ে অতিরিক্ত ঘামায় না এবং যেখানে সেখানে দুর্গন্ধ ছড়ায় না ।
প্রাকৃতিকভাবেই চামড়ায় থাকে ফাইবার। আর ঠিক সে কারণেই চামড়ার তৈরি পন্যে আঁচড় দিলেই সেই ফাইবার দেখা যায়। কিন্তু কৃত্রিম চামড়া বা রেক্সিনের তৈরি পন্যে তেমনটি দেখা য়ায় না।
ফায়ার টেস্ট অর্থাৎ আগুনে পোড়ালে সহজে পুড়বে না, গলবে না থাকবে অক্ষত ।
কৃত্রিম চামড়া বা রেক্সিনে সাধারণত কোন না কোন কাপড় ব্যবহার করে তার উপর পলিমার দিয়ে কোটিং করা হয়ে থাকে। আর এ জন্য কৃত্রিম চামড়ায় তৈরি পন্যটি ওল্টালেই কাপড়ের আস্তরণ পাওয়া যায়। কিন্তু চামড়ার তৈরি পন্যে এমন কিছু দেখা যায় না।